"টোকিয়ো-২০২০" কোভিড-১৯ এর চোখরাঙ্গানীকে উপেক্ষা করে শুরু হতে চলেছে। এটি ৩২তম অলিম্পিকের আসর। জাপানে অনুষ্ঠিত ৪র্থ অলিম্পিক। এর আগে ১৯৬৪এ টোকিয়ো, ১৯৭২ এ সাপ্পোরো এবং ১৯৯৮এ 'নাগানো' জাপানে এই মহোৎসব অনুষ্ঠিত হয়।